রাঙামাটিতে মাস্ক পরিধান নিশ্চিতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

469

॥ স্টাফ রিপোর্টার ॥
সারা দেশে আবারো করোনা ভাইরাস সংক্রামন বেড়ে যাওয়ায় মাস্ক পরিধান নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুম্পা ঘোষ এর নেতৃৃত্বে শহরের বনরূপা, রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরার দায়ে ৪ জনকে জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করে দেয়া হয়।

অভিযান চলাকালে মাইকিং করে মাস্ক পরতে জনগণকে সচেতন করা হয়। এছাড়া বিভিন্ন দোকান, পথচারী, সিএনজি চালক, বাস চালকসহ জনসাধারণের মাঝে সচেনতামুলক প্রচারনা চালানো হয়।

এসময় সহকারী কমিশনার রুম্পা ঘোষ জানান, দেশে আবারো নতুন করে করোনা ভাইরাসের সংক্রামন হার যেমন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মৃত্যুর হারও বেড়ে গেছে, তাই মানুষের মাঝে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন থেকে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।