|| স্টাফ রিপোর্টার ||
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি পারভীন বাশার ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রাঙামাটি জেলা কমান্ড কাউন্সিল এর পক্ষ হতে ২০টি পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ মে) মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার অসহায় পরিবারদের হাতে ঈদ উপহার তুলে দেন। উপস্থিত ছিলেন জেলার সভাপতি মোঃ রাসেল তালুকদার, সহ-সভাপতি ফাহমিদা আক্তার, সাধারণ সম্পাদক শাহ আলম বাদশা, বিজ্ঞান ও তথ্য গবেষণা সম্পাদক উম্মে হাবিবা প্রমূখ
। এসময় মো:রাসেল তালুকদার বলেন- আমরা আগামীকাল আরো কিছু পরিবারকে উপহার সামগ্রী বিতরণ করবো। এছাড়াও মসজিদের ইমাদের মাঝে সংগঠন এর পক্ষ হতে নগদ অর্থ বিতরণ করা হবে বলেও জানান তিনি।