রাঙামাটিতে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

113

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।

জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে এবং জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তপন দাশ রবি ও সদর থানার সাধারণ সম্পাদক ফুটন্ত চাকমার সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলার দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নাছির উদ্দীন তালুকদার। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা আওয়ামী লীগের সদস্য আশিষ দাশ গুপ্ত।

বক্তব্য রাখেন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো: শাহাজাহান, জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার, ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে- জেলা মৎস্যজীবি লীগের সহ-সভাপতি রতন দাশ, যুগ্ম সম্পাদক মো. ইসহাক, সদর উপজেলা শাখার সভাপতি সুনিল চাকমা, পৌর শাখার সভাপতি জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিন্টু বড়–য়া, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপায়ন চাকমাসহ মৎস্যজীবি লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।