॥ স্টাফ রিপোর্টার ॥
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাঙামাটি পার্বত্য জেলা শহরে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাঙামাটি জেলা শাখা।
বুধবার (১৬ জুন) সন্ধ্যা ৭টায় রিজার্ভবাজার মসজিদ মার্কেটে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর।
এরপর বনরূপা মসজিদ মার্কেটে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি সোলায়মান চৌধুরী।
এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, সাংগঠনিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরাসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল বলেন- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ফলে জন জীবন আজ বিপর্যস্থ। মরণঘাতী এ ভাইরাসের হাত থেকে বাঁচতে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোঁয়ার পাশাপাশি অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। এই করোনা প্রতিরোধক বুথ থেকে সাধারণ মানুষ বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার নিতে পারবে। তিনি আরো বলেন ক্রমান্বয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আরো করোনা প্রতিরোধক বুথ বসানো হবে।