রাঙামাটিতে যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

165

॥ স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ ইসলামী যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাঙামাটি জেলা যুবসেনার আয়োজনে শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মজলিশে শুরা সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী।

জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবসেনার সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর। আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোন দেশের যুব সমাজ বিপদগামী হলে সেই দেশের অগ্রগতি কখনো গতি পায় না। দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হয়। মাদকের বিষাক্ত ছোবল যখন যুব সমাজকে বিপদগ্রস্থ করে সমাজকে অস্থির করে তুলছে তখন যুব সমাজকে সঠিক পথ দেখাচ্ছে যুবসেনা।
সমাজকে মাদকমুক্ত ও অরাজক পরিস্থিতি থেকে উত্তোরণে যুবসেনার নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। যুব সমাজের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে যুবসেনা।

জেলা যুবসেনার প্রচার সম্পাদক মোঃ তারেক আজিজের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবসেনার সহ সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম, অর্থ সম্পাদক মোঃ শহীদ, পৌর যুবসেনার সভাপতি মোঃ ইব্রাহিম, জেলা ছাত্রসেনার দাওয়া সম্পাদক মোঃ ইমরান। আলোচনা সভা শেষে যুবসেনার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।