॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ যুব মহিলালীগ এর ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় রাঙামাটি যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান, কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, ওলামা লীগের সভাপতি মাওলানা উসমান গণি চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।