॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটি জেলা যুব সংহতির আসন্ন সম্মেলন’২৩ উপলক্ষে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে যুব সংহতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় রাঙামাটি জেলা জাতীয় পার্টি কার্যালয়ে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেশ চাকমা।
জেলা জাতীয় যুব সংহতির আহব্বায়ক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জ্যোতি বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, মাসুদ রানা, রনজিৎ কর পুংকু, ইফতের উদ্দিন বাবু, আকাশ আহম্মেদ নোমান, শহীদুল ইসলাম শহীদ, সদস্য মোঃ মামুন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিতে রাঙামাটি জেলা যুব সংহতির আহব্বায়ক সুকুমার চন্দ্র রায় রাঙামাটি জেলা যুব সংহতি আওতাধীন সকল উপজেলা ও পৌর সভা যুব সংহতির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। সভা সঞ্চালনা করেন রাঙামাটি জেলা যুব সংহতির সদস্য সচিব ফিরোজ তালুকদার।