রাঙামাটিতে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

536

॥ গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের পক্ষ থেকে অসহায় ও দরিদ্রদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহিদ আব্দুল আলী একাডেমি প্রাঙ্গণে এ কর্মসূচীর উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি অংসুইপ্রু চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য শাওয়াল উদ্দীন, জেলা মৎস্যজীবি লীগের আহ্বায়ক উদয়ন বড়ুয়া, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের কার্যকরী কমিটির সদস্য- আশিষ দাশ গুপ্ত, মো. মনির, সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা প্রমূখ।