রাঙামাটিতে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে পুলিশের মতবিনিময়

112

॥ ইকবাল হোসেন ॥

সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় সামাজিক ও ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে মতবিনিময় সভা করেছে রাঙামাটি জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শাহ ইমরান. অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম, রাঙামাটি জেলা প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারন সম্পাদকসহ প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় পূজা মন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে সাইবার মনিটরিং সেল, পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যের উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বক্তব্যে পুলিশ সুপার বলেন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙামাটি জেলা। অন্য জেলার তুলনায় এখানে বড় বড় উৎসব হয়। আমি আশাকরি পূর্বের ন্যায় সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে এবারো শারদীয় দূর্গাৎসব অনুষ্ঠিত হবে। সিসিটিভি ও সাইবার মনিটরিং সেলের মাধ্যমে প্রতিটা পূজা মন্ডপ নজরদারি করা হবে। কোন প্রকার উশৃঙ্খলতা দেখা দিলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।