রাঙামাটিতে শান্তি চুক্তির দুইযুগপূর্তি ঘিরে সেনা আয়োজনে নৌকা বাইচ

355

॥ মনু মারমা ॥

পার্বত্য শান্তি চুক্তির দুইযুগ পূর্তি উপলক্ষ্যে রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি রিজিয়নের তত্ত্বাবধানে এবং রাঙামাটি সদর জোনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনার ঘাটে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দিপংকর তালুকদার এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ইফতেকুর রহমান পিএসসি, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, কর্ণেল জিএস ডিজিএফআই রাঙামাটি কর্ণেল সলমন ইবনে এ রউফ, পিএসসি, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. তরিকুল ইসলাম, সিবিজিএমএস, পিএসসি, রাঙামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল বিএম আশিকুর রহমান, পিএসসি, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রীতি ভূষণ বড়–য়া, অতিরিক্তি পুলিশ সুপার মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান প্রমূখ। নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।