॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প সম্পর্কিত প্রস্তুতি. সন্ধান ও উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ ও মহড়ার সমাপণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পৌরসভার ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রামের (এনআরপি) আয়োজনে এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে রাঙ্গামাটির মনোঘর আবাসিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।
মনোঘর আবাসিক বিদ্যালয়ের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমার সভাপতিত্বে ও রাঙ্গামাটি পৌরসভার শহর পরিকল্পনাবিদ সূবর্ণ চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থা ইউএনডিপির টেকনিকেল এ্যাসিসট্যান্ট আশরাফুল আলম,রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, মনোঘর আবাসিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অরুণ কান্তি চাকমা প্রমূখ।