রাঙামাটিতে শিক্ষা কার্যক্রম বেগবান করতে কর্মশালা অনুষ্ঠিত

395

॥ সোহরাওয়ার্দ্দী সাব্বির ॥

রাঙামাটিতে বিদ্যালয়ে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রকে বেগবান করার জন্য জেলা পর্যায়ে এসএসিএমও দের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের সম্মেলন কক্ষে আইইএম ইউনিট,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা এর আয়োজনে ও রাঙামাটি জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বাস্তবায়নের এই অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল আজীম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, ঢাকা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া প্রোডাকশন ম্যানেজার আইইএম ইউনিট মোঃ রেজাউল করিম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক সি.সি ডা. বেবি ত্রিপুরাসহ রাঙামাটি ১০উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।