স্টাফ রিপোর্টার, ১৮ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : শিশুদের জন্য স্থানীয় পর্যায়ের পরিকল্পনা ও উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংরক্ষিত আসনে নির্বাচিত মহিলা ভাইস- চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের নারী সদস্যদের ক্ষমতায়তন এবং দক্ষতা বৃদ্ধি কল্পে তিনদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। সোমবার থেকে রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজউন্নয়ন প্রকল্প কার্যালয়ে শুরু হওয়া কর্মশালার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস- চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ। উদ্বোধনী অনুষ্ঠানে পাবর্ত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো. মাহিনুল ইসলাম এবং আইসিডিপি প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হাজি মো. জানে আলম বক্তব্য রাখেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, শিশুদের অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করন, ইপিআই কর্মসূচীর আওতায় সকল শিশু টিকা নিশ্চিত করনসহ তৃমূল পর্যায়ে গৃহিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পে শিশুদের উন্নয়ন ভাবেেক প্রাধান্য দেয়ার বিষয়ে নারী জন প্রতিনিেিদর ধারনা দেয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষনে রাঙামাটি জেলার মোট ২৬ জন নারী জনপ্রতিনিধি অংশ নিচ্ছেন।
পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান