রাঙামাটিতে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

141

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরে হিন্দু স¤প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শেষে সনাতন রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা এই ত্রিমূর্তিধারীর রথ টেনে শোভাযাত্রা বের হয়েছে।

রাঙাপানি ইসকন মন্দিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুল আমিন আরিফ।

বিকাল ৩ টায় রথযাত্রা বিভিন্ন ধর্মীয় ও মাঙ্গলিক কাজের পর উদ্বোধন করেন, রাঙামাটি দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি সুদর্শন জগন্নাথ দাস, রাঙামাটি পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন, ইসকন রাঙ্গাপানি মন্দিরে ব্রহ্মচারী প্রচেদানন্দ ব্রহ্মচারী।

জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথের গাড়িটি রাঙ্গাপানি থেকে শুরু হয়ে তবলছড়ি হয়ে বনরুপা মন্দিরে গিয়ে শেষ হয়। রথ উৎসব হাজার হাজার সনাতনী ধর্মপ্রাণ নর নারী অংশ গ্রহণ করেন।

এদিকে তবলছড়ি গৌর নিতাই আশ্রম থেকে জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথের গাড়ী শ্রী শ্রী গীতাশ্রম মন্দিরে এসে পৌছালে উলুধ্বনি দিয়ে ঠাকুরদের স্বাগতম জানিয়েছে সনাতন ধর্মাবলম্বী নর নারীরা। অন্যদিকে নানিয়ারচর জগন্নাথ মন্দির ও বুড়িঘাট জগন্নাথ মন্দির থেকে বিকালে জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথের গাড়ী বের করা হয়।