রাঙামাটিতে সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী

100

॥ স্টাফ রিপোর্টার ॥

সময়ের আলো পত্রিকার প্রতিষ্ঠার ৪ বছর উদযাপন উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।

সভায় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মো: আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: ইকবাল হোসেন চৌধুরী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।