রাঙামাটিতে সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

78

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে বাংলাদেশ ৪র্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি রাঙামাটি জেলার শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবারবার (২৫ ফেব্রুয়ারী) সকালে রাঙামাটি শহরস্থ সমিতির স্থায়ী ভবনের হল রুমে এই সমিতির প্রতিনিধিদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আজিম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন।

এসময় বাঃ চঃ সঃ কঃ সঃ এর রাঙামাটি জেলার শাখার সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাঃ চঃ সঃ কঃ সঃ এর কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. আবদুল মামান্ন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আক্কাস, মো. শিপন মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মামুন মোল্লা , বাঃ চঃ সঃ কঃ সঃ এর চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট শাখার সভাপতি মো. আব্দুল মতিন মানিক সহ সংশ্লিষ্টরা।

এতে সরকারের কাছে ১০দফা দাবী জানিয়ে তারা বলেন, ৯ম জাতীয় বেতন কমিশন গঠন করে ১:৫ হারে বেতন নির্ধারণপূর্বক বেতন বৈষম্য দূর করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে ৪০% মহার্ঘভাতা প্রদান করতে হবে। বাড়ি ভাড়া ৮০% চিকিৎসা ভাতা ৩,০০০/- টাকা, শিক্ষা ভাতা ২,০০০/- টাকা, যাতায়াত ভাতা ১,৫০০/- টাকা টিফিন ভাতা ৫০০/- এবং ধোলাই ভাতা ৫০০/- টাকা নির্ধারণ করেতে হবে। এছাড়া সকল জনবল রাজস্বখাতে স্থানান্তর করা এবং পুলিশের ন্যায়রেশন প্রদানসহ বিভিন্ন দাবি পেশ করা হয়।