রাঙামাটিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্বোধন

153

॥ স্টাফ রিপোর্টার ॥

প্রযুক্তির আধুনিকতার সাথে সাথে অপরাধের ধরণ বদলে যাচ্ছে। সাইবার স্পেসে বিভিন্ন সময়ে নানাবিধ অপরাধের শিকার হচ্ছেন রাঙামাটি জেলার নাগরিকরা। এতে নাগরিকদের সামাজিক, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও মানসিক বিভিন্ন অশান্তি সৃষ্টি হচ্ছে। এ ধরণের অপরাধের শিকার হওয়া থেকে রক্ষা পেতে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ চালু করেছে ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’ যেখানে সাইবার জগতে সংঘটিত যেকোন অপরাধ হতে সুরক্ষা পাওয়া যাবে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধোধন করেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি পার্বত্য জেলার যেকোন নাগরিক সাইবার স্পেসে অপরাধের শিকার হয়ে থাকলে যোগাযোগ করুন ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল’ এর সাথে।