রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের পুণর্মিলণী

79

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে প্রাক্তণ ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে পুণর্মিলণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টা থেকে জেলার বালুখালী হর্টিকালচার মাঠে ছাত্রলীগ নেতাকর্মীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

পুণর্মিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দীপংকর তালুকদার এমপি।

জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মো: শাহ এমরান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুণর্মিলণীতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো: মুছা মাতব্বর, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান, সাবেক জেলা ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মো: রেজাউল করিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আশীষ কুমার চাকমা নব প্রমূখ।
পুণর্মিলণীতে রাঙামাটি জেলা উপজেলা ছাত্রলীগের প্রায় ১হাজার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।