রাঙামাটিতে সিজলের যাত্রা শুরু

400

স্টাফ রিপোর্টার 

রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিজল। বৃহষ্পতিবার বেলা ১১টায় জাতীয় এ ফাস্ট ফুড পণ্য সমাগ্রীর দোকান সিজল কেক কেটে উদ্বোধন করেন রাঙামাটি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সৈয়দ। এসময় রাঙামাটি পৌর সভার ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মোঃ জামাল উদ্দীন, রাঙামাটি শাখার মালিক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঢাকা চট্টগ্রামের গন্ডি পেরিয়ে রাঙামাটিতে এ প্রথম স্থান পেয়েছে সিজল। জনপ্রিয় ফাস্ট ফুড সিজল খুব দ্রুত পাহাড়ি অঞ্চলের মানুষের মনও জয় করতে পারবে এমানটা আশা করেন রাঙামাটি বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ।

তিনি বলেন, রাঙামাটি এখন আর পিছিয়ে নেই। দেশের নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা রয়েছে রাঙামাটিতে। তবে উন্নত মানের ফাস্ট ফুডের জন্য এ অঞ্চলের মানুষকে নির্ভর করতে হতো চট্টগ্রামের উপর। বিশেষ করে কেক, পিতজাসহ বিভিন্ন খাদ্য পণ্যের জন্য কিন্তু রাঙামাটি সিজল শাখার মাধ্যমে এ অঞ্চলের মানুষ ঘরে বসে পেয়ে যাবে তাদের চাহিদামত খাবার সামগ্রী। এসময় তিনি রাঙামাটি শাখার মালিককে খাবারের মান ধরে রাখার জন্য আহবান জানান।