রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরণ

12

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানের প্রতিষ্ঠান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ -১ এর অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল আয়োজিত এই অনুষ্ঠানে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের রাঙামাটি জেলা শাখার সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদের সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. আলাউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর বনরূপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দীন ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম রবি।

চেম্বারের সভাপতি এডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে স্বপ্নযাত্রীর দেশব্যাপী মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বরাদ্দ দেওয়া হলেও, প্রকৃতপক্ষে এমন সংস্থার উদ্যোক্তারাই তার দাবিদার। ভবিষ্যতে আমি চেম্বারের সভাপতি হিসেবে এই প্রতিষ্ঠানের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

বিশেষ অতিথিদের বক্তব্য মো. জসিম উদ্দীন বলেন, “স্বপ্নযাত্রীর চলমান কার্যক্রম দেখে আমরা অত্যন্ত খুশি। পার্বত্য জেলা রাঙামাটিতে এই উদ্যোগ এগিয়ে নিয়ে যেতে স্থানীয় সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন।”

রবিউল আলম রবি বলেন, “এই প্রতিষ্ঠান পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা ও অভিভাবকদের সর্বাত্মক অংশগ্রহণ প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে আহমেদ ইসতিয়াক আজাদ বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত হচ্ছে। সরকারি কোনো বরাদ্দ বা সহযোগিতা না পাওয়ায় আমরা হতাশ।”

তিনি আরও বলেন, “শান্তিনগরে সরকারি বিভিন্ন জায়গা অবৈধভাবে ভোগদখল করছে একটি শ্রেণি। যদি এই জায়গাগুলো অবৈধ দখলমুক্ত করে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠের জন্য বরাদ্দ দেওয়া হয়, তবে প্রতিষ্ঠানটি আরও সুন্দরভাবে পরিচালিত হবে। আমরা সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই, যেন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই কার্যক্রম আরও বিস্তৃত করা যায়।”

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বপ্নযাত্রী রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, ঈদ বস্ত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক ও জেলা দপ্তর সম্পাদক মইনুদ্দিন মইন, অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শোয়েব খান ফাহিম, স্বেচ্ছাসেবী আব্দুর রাজ্জাক, তানিশা চৌধুরী, বর্ষা প্রমুখ।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।