॥ আলমগীর মানিক ॥
সেনা অভিযানে রাঙামাটি সদর উপজেলার তইন্যাছড়ি যমচুগ এলাকা থেকে ২টি অত্যাধুনিক অগ্নেয়াস্ত্র, তাজা গুলি ও বিষ্ফোরক উদ্ধার করা হয়েছে। রাঙামাটি সদর জোন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এই অভিযান চালানো হয়।
উদ্ধারকৃত অস্ত্রে মধ্যে রয়েছে ১টি এসএমজি, ১টি টি-৮১ চায়না রাইফেল, ১টি ৪০ মিঃমিঃ বোম্ব এইচই এমজি-৩, ৩টি ম্যাগাজিন; এর মধ্যে ২টিএসএমজির এবং ১টি রাইফেলের, ১৪১ রাউন্ড এসএমজি এ্যাম্যুনেশান, ২৭ রাউন্ড রাইফেল এ্যাম্যুনেশান এবং ২টি মোবাইল ফোন। এ সময় জনসংহতি সমিতির একজন সদস্য সেনাবাহিনীর নিকট আত্মসমর্পন করে। তবে তিনি নামা প্রকাশে অনিচ্ছুক হওয়ায় তার নাম জানানো হয়নি।
সেনাসূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব অস্ত্র পাহাড়ে লিপ্তরা ব্যবহার করে থাকেন বলে নিশ্চিত হওয়া গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সেনাবাহিনীর ১টি বি-টাইপ পেট্রোল দল তইন্নাছড়ি যমচুগ এলাকায় এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, বন্দুকভাঙ্গা ইউনিয়নের যমচুগ এলকাটি রাঙামাটি সদরে পড়লেও তা সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আওতাধীন।