॥ ক্রীড়া প্রতিবেদক ॥
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বিপুল সংখ্যক তরুণ জনগোষ্ঠীর অংশ গ্রহণে ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মোঃ সোহেল এবং রানার আপ হয়েছেন মোঃ কবির। সোমবার রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়াম হল রুমে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শফিউল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
এসময় বাংলাদেশ ক্যারাম ফেডারেশন এর সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্যারম ফেডারেশন এর আন্তর্জাতিক আম্পায়ার শাহজাহান চৌধুরী, আম্পায়ার সোলায়মান, ডাঃ মহসিন, জেলা কো- অর্ডিনেটর জাফুরুল আহসান, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আবদুস সবুর, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হান্নানসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ ক্যারম ফেডারেশন এর তত্তাবধানে ও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিন ব্যাপি এই ক্যারম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রায় ৩০ জন খেলোয়াড় অংশ নেন।
বাংলাদেশ ক্যারম ফেডারেশন এর সাধারণ সম্পাদক আসরাফ আহমেদ বলেন, বর্তমান প্রধানমন্ত্রী কাবাডি, ক্যারম,লুডসহ সকল ধরণের ইনডোর খেলার প্রতি জোর দিতে বলেছেন যাতে তরুন সমাজ নেশা থেকে শুরু করে জঙ্গীবাদসহ বিভিন্ন ধরণের অপকর্ম থেকে দূরে থাকে।