॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটির শান্তিনগর এলাকায় বিনামূল্যে পাঠদানের প্রতিষ্ঠান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ এর শিশুদের নিয়ে “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” রাঙামাটি জেলা শাখার আয়োজনে সভাপতি আহমেদ ইসতিয়াক আজাদ এর জন্মদিন উদযাপন করেছে।
কেন্দ্রীয় ধারাবাহিক ফুডব্যাংক এর অংশ হিসেবে ৩০৮তম ইভেন্ট মঙ্গলবার সম্পূর্ণ হয়েছে। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু, অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, সদস্য- সাজ্জাদ হোসাইন, আলী আশরাফ আতিক, আসাদ খান, ফাহিম, ছকিনা আক্তার, শিক্ষিকা রাহিমা আক্তার পাখিসহ অত্র বিদ্যাপীঠের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, রাঙামাটির মফস্বল শহরের এই এলাকায় গরীব অসহায়দের এই বিদ্যাপীঠে বিভিন্ন জন্মদিন পালন বা ইভেন্ট মাধ্যমে সহযোগিতায় এগিয়ে এসে অনুপ্রাণিত করে শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল করারই তাদের লক্ষ্য।