॥ স্টাফ রিপোর্টার ॥
স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার বাস্তবায়নে স্বপ্নযাত্রী অবসর পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বনরূপা পাহাড়িকা কাউন্টারে অবসর পাঠাগার উদ্বোধন করেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
এসময় বাস মালিক সমিতির সদস্য দিদারুল আলম, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি আহমেদ ইজতিয়াক আজাদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহমুদ আব্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সাধারন সম্পাদক মোঃ আজিজুল ইসলাম আরজু, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, সেচ্ছাসেবী নাছির সুলতান, ইমন চাকমা ও ইনছিয়া।