রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস পালন

466

॥ সোহরাওয়ার্দি সাব্বির ॥
রাঙামাটিতে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বুধবার আলোচনা সভা ও র‌্যালী আয়োজন করেছে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং সহযোগি সংস্থাসমূহ।

“মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার’’ এই প্রতিপাদ্যে সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সম্মুখ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এসে সিভিল সার্জন কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় জেলা সিভিল সার্জন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্ষ ব্যধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট সুশোভন দেওয়ান, নাটাব এর সভাপতি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, নাটাব এর সাধারণ সম্পাদক শাহা জাহান, এনজিও সংস্থা ব্র্যাক এর রাঙামাটি জেলা ব্যবস্থাপক মো: সাইফুদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা বলেন, যক্ষা রোগী আছে এবং তাদেরকে যদি আমরা ধরতে পারি, চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারি তাহলে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব। তিনি বলেন যক্ষা দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে যক্ষা রোগ সম্পর্কে জনগনকে সচেতন করা, অর্থাৎ যক্ষা রোগ কি, এটি কিভাবে হয়, কোথা থেকে হয় , এর লক্ষণগুলো কি এবং এর চিকিৎসা কোথায় হয় ও কিভাবে নিতে হবে ইত্যাদি সম্পর্কে অবহিত করা। তিনি এসময় আরো বলেন, যক্ষা দিবস হিসেবে শুধু মার্চের ২৪ তারিখে নয়, বছরের প্রতিটি দিন যদি মানুষ যক্ষা সম্পর্কে সচেতন থাকে তাহলে যক্ষামুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।