॥ স্টাফ রিপোর্টার ॥
রাঙামাটিতে আত্মপ্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন। সংগঠনটির আত্মপ্রকাশ ঘিরে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পে ২ শতাধিক অসহায় নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বনরূপা আলিফ মার্কেটে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অক্সিজেনের সভাপতি হাদিসুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর হোড়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী সোলাইমান চৌধুরী, রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অক্সিজেনের সহ-সভাপতি নাছির উদ্দিন সোহেল।
এ সময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেনের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন, মানুষের সেবায় কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন। মানুষের সুন্দর মন থাকলে যে সমাজ সেবা করা যায় এটা তার উদাহরণ। তাদের আয়োজনের কারণে অনেকে আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে। ভালো কাজে সবসময় অক্সিজেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।