॥ স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক রিটন বড়ুয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগেলর অর্থ সম্পাদক হাজী ছলিম উল্ল্যাহ সেলিম, মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়া, যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল, স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহাজাহান, সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম, যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মো: রনি হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমেস মারমা, পৌর স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব দেবাশীষ পালিত রাজা। এসময় স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সভা শেষে কোটা আন্দোলনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।