রাঙামাটিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা

112

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে জাতীয়তাবাদী স্বেচ্চাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেলে রাঙামাটি পৌরসভা হতে একটি বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করে দলটি। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপা পেট্রোল পাম্প হয়ে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়।

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি মনোনিত সমন্বয়ক মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাবেক জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন।
এতে প্রধান বক্তা হিসেবে আব্দুল মজিদ নান্টু, বিশেষ অতিথি হিসেবে ডেনিস চাকমা, শাহাদাত পারভেজ, গিয়াস উদ্দিন, সাইফুল ইসলাম ভুট্টু, তৌহিদুল ইসলাম মামুন ও ইয়াকুব বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা নির্যাতিত হয়েছি। জেল-জুলুম, হামলা-মামলা দিয়ে আমাদের কে আন্দোলন করতে দেয়নি। এই ফ্যাসিস্ট সরকারের দুনীতি চরম পর্যায়ে পৌছেছিল। বাবার নাম ডুবিয়ে ভারতে পালিয়ে দেশের বিরুদ্ধে নীল নকশা করছে। শেখ হাসিনার নীল নকশা রুখে দিতে আমাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এতে ফেনী, নোয়াখালি, খাগড়াছড়ি ও ফটিকছড়ি সহ বন্যা কবলিত মানুষের জীবন ও সম্পদের হেফাজত কামনায়, শহিদ রাষ্ট্রপতি জিয়ায়ুর রহমান ও গত ছাত্র আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে কারা নির্যাতিত জেলা ছাত্র দলের সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি মো. মোরশেদ আলম, নগর ছাত্রদলের আহবায়ক মো. খাইরুল ইসলাম, জেলা ছাত্রদলের সগ-সাংগঠনিক মো. রুমি, ছাত্রনেতা মো. পারভেজ সুমন, থানা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন এবং পৌর শ্রমিক দলের সহ-সভাপতি কামাল উদ্দিন কে ফুলের মালা দিয়ে সংবর্ধণা জানান স্বেচ্ছাসেবক দলের নেতারা।

এসময় কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলেল সংবর্ধণা অনুষ্ঠান পরিচালনা করেন, সাবেক রাঙামাটি বিশ^বিদ্যালয় কলেজ শাখার সভাপতি ইমরান চৌধুরী সুজন।