রাঙামাটিতে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

351

|| গোলাম মোস্তফা ||

রাঙামাটিতে হতদরিদ্র মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রাঙামাটি শহরের ভেদভেদী কলেজ গেট, মোহাম্মদপুর, রিভার্ভ বাজার, বনরুপা, শান্তিনগর এলাকার কর্মহীন, দুঃস্থ এবং অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে চট্রগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ও রাঙামাটি রিজিয়নের উদ্যোগে, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং সদর জোন ১১ ইবির সার্বিক ব্যবস্থাপনায় জোনের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আমিনুল ইসলাম, পিএসসি এর নেতৃত্বে শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ক ম আরাফাত আমিন, পিএসসি, জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব সহ জোনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রাণ সমগ্রীর মধ্যে, প্রতি প্যাকেটে ৫.৫ কেজি চাউল, ২.৫ কেজি ডাল, ০২ কেজি আটা, ৩.৫ কেজি আলু, ০১ কেজি লবণ, লুঙ্গি/গামছা-০১টি এবং গেঞ্জি-০১টি বিতরণ করা হয়।।