রাঙামাটিতে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু

327
???????? ??? ????????? ??????? ???????? ??????? ???????? ??? ????

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেনারেল হাসপাতালে হাইফ্লো অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। অক্সিজেন ট্যাংক চলে আসার খবরে রাঙামাটিবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। আগামী এক সপ্তাহের মধ্যে অক্সিজেন ট্যাংক স্থাপনের মধ্যে দিয়ে পুরো রোগীরা হাইফ্লো অক্সিজেন সাপোর্ট নিশ্চিত হবে।

এ প্লান্ট থেকে নির্মাণাধীন আইসোলেশন সেন্টারের কাজ শেষ হলে সেখানে এ সেবা পাবেন করোনা রোগীসহ অন্যান্য রোগীরা। এতদিন চট্টগ্রাম থেকে সিলিন্ডারে করে আনা অক্সিজেনের উপর নির্ভর করতে হত রোগীদের। সিলিন্ডারে অক্সিজেন শেষ হলে দুর্ভোগ বাড়ত। এ প্লান্ট স্থাপনের মাধ্যমে এ দুর্ভোগ শেষ হবে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা:শওকত আকবর খান জানান,হাসপাতালের পুরো বিল্ডিং এর অক্সিজেন সিন্টেমের কার্যক্রম শেষ করা হয়েছে। শুধুমাত্র ট্যাংকের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছে। আজ থেকে ট্যাংক বসানোর কাজ শুরু হবে। আশা করছি এক সপ্তাহের মধ্যে আমরা পূর্ণাঙ্গভাবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের সুবিধা পাবো।