রাঙামাটিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেক বিতর

79

॥ স্টাফ রিপোর্টার ॥

জন্মাষ্টমী উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙামাটি জেলার উদ্যোগে পুনর্মিলনী, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা এবং বিভিন্ন মঠ, মন্দির, শ্মশান ও দুস্থ ব্যক্তির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে আসামবস্তি রামঠাকুর মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অমল কান্তি দাশ।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক দীপঙ্কর চন্দ্র মন্ডলের সভাপতিত্বে এবং যোসেল ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার প্রধান সমন্বয়ক অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্য, আসামবস্তি রাম ঠাকুর মন্দিরের সভাপতি দিলীপ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বাবলা মিত্র, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত। পুরোহিতদের পক্ষে বক্তব্য রাখেন সুকুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্পের জুনিয়র কনসালটেন্ট পরিমল মন্ডল।

অনুষ্ঠানে রাঙামাটির ৬টি মন্দির ও ৫জন দুস্থ ব্যাক্তিকে মোট ৮১ হাজার টাকার চেক বিতরণ করা হয়।