রাঙামাটিতে হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল

236

॥ স্টাফ রিপোর্টার ॥

“ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই, ধর্ম যার যার রাষ্ট্র সবার” এই শ্লোগানে সরকারি দলের বিগত নির্বাচনী প্রতিশ্রুতি সংখ্যালঘু সুরক্ষা আইন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভুমি কমিশন আইনের দ্রুত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভুমি কমিশন গঠনের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপন ঘোষের সভাপতিত্বে এতে সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা, সনাতন যুব পরিষদের সভাপতি অজিত শীল সহ বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার নির্বাচনের সময় ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বললেও সরকার ইসলামকে রাষ্ট্র ধর্ম বহাল রেখেছে। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে, সরকার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, এতে মৌলবাদীরা আরো মাথাচাড়া দিয়ে উঠছে।