রাঙামাটিতে হোয়াইট হার্ট ফাউন্ডেশনের ১যুগ পূর্তি পালিত

16

॥ স্টাফ রিপোর্টার ॥
অন্যতম মানব কল্যাণ ও সেবামূলক প্রতিষ্ঠান “বাংলাদেশ হোয়াইট হার্ট ফাউন্ডেশন” এর ১যুগ পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বনরূপার একটি কোচিং সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাবেক প্যানেল মেয়র ও ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন।

এসময় ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ নুরুল ইসলাম চৌধুরী মিন্টু, শুভাকাঙ্খী মোঃ রাশেদুল ইসলাম রনি, তারেক আহমেদ, কামাল উদ্দিন ও পুলক দে, সভাপতি আকবর হোসেন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল আলম সাগর, প্রচার সম্পাদক ইসহাক হোসাইন, অর্থ সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির শফিক, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফাহিমুল কাদের, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ জুবায়ের শাহা, নির্বাহী সদস্য মোঃ ইমরান হোসেন জনি, মোঃ হেলাল, মোঃ জসিম উদ্দিন, রোমেন বড়–য়া, মোঃ রাজু, সৈকত আহম্মেদ, সদস্য মোঃ মুরাদ ও মান্না পালসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। পরে রাঙামাটি শহরের বিভিন্ন স্থান ঘুরে ভাসমানভাবে বসবাসরত দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।