|| সোহরাওয়ার্দী সাব্বির ||
পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যানে আমাদের সকল প্রচেষ্টা অব্যহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা হলো তৃনমুল মানুষের সেবা করা। এরই অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্পৃতি ও উন্নয়নকে মূলমন্ত্র হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ জন হতদরিদ্র মানুষের মাঝে ১০হাজার করে মোট আড়াই লক্ষ টাকার নগত অর্থ অনুদান বিতরণ কালে খাদ্যে মন্ত্রণালয়ে সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার (এমপি) এসব কথা বলেন।
এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি সোলাইমান চৌধুরী, সাধারণ সম্পাদক মনসুর আলী , রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেলসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।