॥ মনু মারমা ॥
রাঙামাটিতে দিনব্যাপী কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে এই প্রতিপাদ্যে বুধবার সকালে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জেলার তফসিলি ব্যাংকের শাখাসমূহের সহযোগিতা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাঙামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক, তপন কুমার পাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি কৃষি ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. এমরানুল ইসলাম মজুমদার, রাঙামাটি সোনালী ব্যাংকের সহকারী পরিচালক সত্য রঞ্জন সাহা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু মো. মনিরুজ্জামানসহ ব্যাংক কর্মকর্তা ও কৃষকরা ।
এতে বক্তারা বলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ গড়তে হলে দেশের কৃষি খাতকে আরো উন্নত করতে হবে। তারজন্য সরকার উন্নয়নমূখী নানান পদক্ষেপ গ্রহণ করেছে। অনাবাদি জমিগুলো আবাদের উপযোগী করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ সরকারের সহযোগীতা সব সময় আছে।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকদের স্বল্প ঋণের ব্যবস্থা করে দিয়েছে। যার ফল¯্রুতিতে কৃষকরা খুব স্বল্প সুদে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারছে। এতে করে কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কৃষকদের উন্নয়ন হলে দেশের খাদ্য উৎপাদনের উন্নয়ন ঘটবে। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি বিভিন্ন সময় বিনামূল্যে বিতরণ করেছে।
আলোচনা সভায় ব্যাংকগুলো থেকে সরকারি নির্দেশনা মেনে সহজশর্তে কৃষকদের মাঝে কৃষি ঋণ প্রদানে আশ্বাস দেন ব্যাংক কর্মকর্তারা। আলোচনা শেষে, জেলার ৭টি ব্যাংক ৪% সুদের হারে ৩০জন প্রান্তিক কৃষকদের মাঝে ২৭লাখ টাকা কৃষি ঋণের চেক প্রদান করেন জেলা প্রশাসক ।