।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।
রাঙামাটিতে সোমবার (১৭ মার্চ) বিকেলে ৪নং ওয়ার্ড জামায়াতের পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তবলছড়িস্থ মিনিস্টার ক্লাবে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ৪নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহম্মদ হোসেন এবং সঞ্চালনা করেন পৌর সুরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নং আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী, অ্যাডভোকেড মোখতার আহমেদ, আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মনছুরুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশারসহ ৪নং ওয়ার্ড জামায়াতের সর্বস্তরের কর্মী বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম বলেন, একসাথে ইফতার করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে সবাই মিলেমিশে একে অপরের খোঁজ-খবর নেয় এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে ভালোবাসার এবং সহযোগিতার পরিবেশ সৃষ্টি হয়। এটি কেবল শরীরিক পুষ্টি নয়, আত্মিক শান্তি এবং পরস্পরের জন্য ভালোবাসার উৎস হয়ে ওঠে।
জামায়াতে ইসলামী বাংলাদেশের ২৯৯ নং আসনের জামায়াতের মনোনিত এমপি প্রার্থী, অ্যাডভোকেড মোখতার আহমেদ বলেন, অনেক শ্রমিক ভাই আছেন চাইলেও রোজা রাখতে পারেন না। রমজানে রোজা রাখা মুসলমানদের জন্য একটি বিশেষ ইবাদত, যা আত্মশুদ্ধি, ধৈর্য্য, এবং আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। এটি মানুষের হৃদয়ে ত্যাগ এবং সহানুভূতির অনুভূতি জাগায়, যা সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠা করে। তাই আজ থেকেই রোজা রাখা শুরু করুন।
পরিশেষে, দোয়া ও ইফতারের মাধ্যেমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।