॥ স্টাফ রিপোর্টার ॥
ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের ৪র্থ পার্যায়ে রাঙামাটির ৪৩৯ পরিবার পাচ্ছে সুসজ্জিত ঘর। এর আগে তিন পর্যায়ে রাঙামাটির গৃহহীনদের মাঝে ঘরের চাবি বিতরণ করা হয়। আগামী ২২ মার্চ (বুধবার) ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ৪র্থ কিস্তির এসব ঘরের চাবি গৃহহীনদের মাঝে বিতরণ করবেন। এ উপলক্ষে সর্বসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঘর বিতরণ ও অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানাতে জেলা প্রশাসন এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে।
সোমবার (২০ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস ইসলাম, মো.সাইফুল ইসলাম, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবিরসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রেস ব্রিফিং এ জানানো হয়- প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিকতার মতই আগামী ২২ মার্চ রাঙামাটি জেলার উকারভুগীদের মাঝে ঘরের চাবি ও কাগজপত্র হস্তান্তর করা হবে। এই দিন একই সাথে লংগদু উপজেলার ৩য় পর্যায়ের অবশিষ্ট ৪০ ঘরও বিতরণ করা। ৪র্থ পর্যায়ে রাঙামাটি সদর উপজেলায় ৮৪টি, বাঘাইছড়ি উপজেলায় ৮০টি, লংগদু উপজেলায় (৩য় পর্যায়ের ৪০টি গৃহসহ) ৮৩ টি, নানিয়ারচর উপজেলায় ২৭টি, বরকল উপজেলায় ৪০টি, রাজস্থলী উপজেলায় ১৪টি, জুরাছড়ি উপজেলায় ৭০টি এবং কাউখালী উপজেলায় ৪১ টি সহ মোট ৪৩৯ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তরর করাি হবে। উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তন অথবা সুবিধাজনক স্থানে জনপ্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপকারভোগী, সুধীজন ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে উপকারভোগী পরিবারবগর্েূর াঝে গৃহ হহস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।