রাঙামাটিতে ৪ সংস্থার উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস পালন

112

॥ বিশেষ প্রতিনিধি ॥

আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যত, (ওএলএইচএফ) প্রকল্পের অধীন রাঙামাটি ক্লাস্টার প্রোগ্রেসিভ, উইভ, হিলফ্লাওয়ার, টংগ্যা এবং প্রোগ্রেসিভ এর বাস্তবায়নাধীন উইমেন ভয়েস এন্ড লিডার শিপ বাংলাদেশ প্রজেক্ট এর যোথ উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ ২০২৩) সকালে রাঙামাটি আশিকা কনভেনশন পার্ক এ সরকারি কর্মকর্তা, জন-প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট এনজিও সমূহের উন্নয়ন কমী, নারী অধিকার কর্মীদের উপস্থিতিতে “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

২০১৯ সাল থেকেই ওএলএইচএফ প্রকল্প যৌন প্রজনন স্বাস্থ্য ও অধিকার , জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ক ও মাসিক ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা তৈরিতে রাঙামাটি জেলাধীন ৯টি উপজেলায় ৪৮০০ কিশোরীদের নিয়ে ক্লাব ভিত্তিক কার্যক্রম এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করছে যা বাংলাদেশ নারী প্রগতি সংঘ ও সিমাভি নেদারল্যান্ডস এর কারিগরী সহায়তায় এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক অনুদানে পরিচালিত হচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওএলএইচএফ রাঙামাটি ক্লাস্টার লীড প্রোগ্রেসিভ এর নিবাহী পরিচালক, মিজ সুচরিতা চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লাব এর সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সিএইচটি উইমেন এক্টিভিষ্ট ফোরাম এর সভাপতি মিজ টুকু তালুকদার, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, এবং টংগ্যা এর নিবাহী পরিচালক প্রাণজিত দেওয়ান। সভা সঞ্চালনা করেন ডব্লিই আইপি এর পক্ষে সুপ্তি দেওয়ান এবং ওএলএইচএফ এর পক্ষে কিশোরী ক্লাবের সদস্য সিমেন্যু চেীধুরী ।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে সরকার কাজ করে যাচ্ছেন, প্রতিটি স্কুলে ওয়াশব্লক রয়েছে, সেখানে মাসিক বান্ধব পরিবেশ নিশ্চিত করনে প্যাড এর ব্যবস্থাও করা হয়েছে।
সভাপতি সুচরিতা চাকমা তার বক্তব্য বলেন- নারীদের উন্নয়নে প্রোগ্রেসিভ বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে এই চলমান প্রকল্প গুলির এর ধারাবাহিকতায় বাস্তবায়িত হচ্ছে।