রাঙামাটির আরো ৪৩৯ গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলো

107

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটির আরো ৪৩৯ ভূমিহীন ওগৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের চতূর্থ পর্যায়ে বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সংযুক্ত হয়ে রাঙামাটি জেলার ৪৩৯ উপকারভোগী পরিবারের মাঝে এসব নতুন ঘরের হস্তান্তর করেন। রাঙামাটি প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষ হতে এ সময় খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আনুষ্ঠানিকভাবে এসব চাবি পরিবারগুলোর হাতে তুলে দেন। রাঙামাটিতে এ পর্যন্ত চার কিস্তিতে সর্বমোট ১হাজার ৯১৬টি পরিবার নতুন ঘর পেয়েছেন।

ভিডিও কনফারেন্সে যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না। শেখ হাসিনা বলেন, আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন জাতির জনক। তিনিই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করে গেছেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি, যাতে দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন না থাকে। চতুর্থ পর্যায়ে ৩৯ হাজার ৩৬৫ পরিবারকে ভূমি ও গৃহ দিতে পারছি, এ জন্য আমি খুবই আনন্দিত। দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনেক আনন্দের।

বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ জনগণের দল। এ দল মানুষের পাশে থাকে এবং তাদের জন্য কাজ করে। জাতির জনক বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আমরা চাই, দেশের সব মানুষের ঘরবাড়ি থাকবে। এদিন রাজশাহী, জয়পুরহাট, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ১৫৯ উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা দেন তিনি। গেল বছর মাগুরা এবং পঞ্চগড় জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।

বুধবার সকালে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর হস্তান্তর উদ্বোধনের পর সকাল সাড়ে ১১টায় জেলার জিমনেসিয়াম হলে রাঙামাটি সদর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের ৮৩টি এবং জেলার অন্যান্য উপজেলায় একযোগে সর্বমোট ৪৩৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর করা হয়।
রাঙামাটি জিমনেসিয়াম হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপএম বার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাঙামাটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে সর্বমোট ১হাজার ৯১৬টি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে।