রাঙামাটির ওয়ায়েস ক্বরণী সুন্নি মাদ্রাসায় ছবক প্রদান

223

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি শহরের ওয়ায়েস ক্বরণী সুন্নিয়া মাদ্রাসায় ২০২৪ শিক্ষা বর্ষের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের স্বর্ণটিলাস্থ মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটির সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আওয়াল চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মো.আক্তার হোসেন চৌধুরী, হযরত ওয়ায়েস ক্বরণী (রা) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.সেলিম উদ্দিন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো.আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মো.রাশেদুল ইসলাম (রাশেদ)। অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এম.নাজিম উদ্দিন।

এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ছবক প্রদান অনুষ্ঠানের শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি,এ সময় বক্তারা বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না আমাদের সমাজে যে সকল ছোট ছোট ছেলে-মেয়েরা লেখাপড়াা না করে এদিক সেদিক ঘোরাফেরা করে তাদেরকে মাদ্রাসামূখি করতে হবে এটা আমাদের সকলে কর্তব্য হযরত ওয়ায়েস ক্বরণী (রা) মাদ্রাসাকে আরো গতিশীল করতে হলে সবার সহযোগিতার প্রয়োজন।