রাঙামাটির কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার

204

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির জেলাধীন কাপ্তাই ও চন্দ্রঘোনা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন। বুধবার (১৩ জুলাই) সকালে তিনি এই দুইটি থানা পরিদর্শনে আসেন।

এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন এবং চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। পরে পুলিশ সুপার কাপ্তাই ও চন্দ্রঘোনা থানায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন কালে কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, রাজস্থলী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ সহ থানার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।