রাঙামাটির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানালেন নবাগত ডিসি-এসপি

441

॥ দীপ্ত হান্নান ॥
রাঙামাটির ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করলেন রাঙামাটি জেলার নবাগত ডিসি ও এসপি। ক্রীড়ার বিভিন্নমূখি প্রতিযোগিতার মাধ্যমে রাঙামাটি স্টেডিয়াম যাতে সবসময় সরগরম থাকে সেজন্য নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন জেলার এই দুই কর্ণধার। মঙ্গলবার বিকেলে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নবাগত জেলা প্রশাসক মিজানুর রহমান ও নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন এর বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার দুই কর্মকর্তা এই প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক ডিএসএ কমিটিতে পদাধিকার বলে জেলা প্রশাসক সভাপতি ও পুলিশ সুপার সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। রাঙামাটি জেলায় যোগদানের পর এই প্রথম তাদের বরণ করে নেয় ডিএসএ।

জেলা প্রশাসক মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, করোনার কারণে দীর্ঘসময় মাঠে খেলাধুলা বন্ধ ছিল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে উঠছে। আমরাও খেলার মাঠ সরগরম রাখতে বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার উদ্যোগ নিচ্ছি। গ্রামীন খেলাধুলা থেকে শুরু করে ফুটবল, ভলিবল, কাবাডি পরিচালনার পরিকল্পনা গ্রহন করেছি। এজন্য তিনি জেলা ক্রীড়া সংস্থার সকলের সহযোগিতা কামনা করেন।

পাহাড় ঘেরা রাঙামাটি স্টেডিয়ামে মুগ্ধ হয়ে নবাগত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, এত সুন্দর স্টেডিয়াম, মন জুড়িয়ে যায়। এমন স্টেডিয়ামে খেলাধুলা হবে নাতো কোথায় হবে? তিনি এমন সুন্দর স্টেডিয়াম যাতে খেলোয়াড়দের পদচারনায় মুখরিত থাকে সেজন্য যতটুকু সম্ভব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
নবাগত ডিসি এসপিকে বরন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অ্যাড.মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক শফিউল আজম, সাবেক সহ সভাপতি সুনীল কান্তি দে, কানিপ সদস্য ঝিনুক ত্রিপুরা প্রমূখ।