॥ স্টাফ রিপোর্টার ॥
সদ্য অতক্রান্ত অতি প্রবল ঘুর্ণিঝড় ‘মোখা’র পরবর্তী প্রভাব সতর্কতা হিসেবে ক্ষয়-ক্ষতি ও প্রাণহানী এড়াতে রাঙামাটি জেলাপ্রশাসন এখনও সর্বোচ্চ সতকাবস্থায় রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদে থাকতে সচেতনতামুলক প্রচারণা অব্যাহত রয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান শহরের ঝুঁকিপূর্ণ এলাকা রূপনগর, শিমুলতলী এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার অনুরোধ জানান।
এসময় পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনসহ ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।