রাঙামাটির নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন

325

॥ স্টাফ রিপোর্টার ॥

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর দেশের বিচারালয়গুলোর ভৌত-অবকাঠামো উন্নয়নে সারাদেশে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ৩৩টি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে এসব আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন নতন ভবনগুলোতে সেখানে বিচারিক কার্যক্রম চলছে। আমরা আজ ৩৪তম নবনির্মিত আদালত ভবন হিসেবে রাঙামাটিতে নির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন করতে যাচ্ছি।

রাঙামাটির নব-নির্মিত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনকালে আইনমন্ত্রী এ কথা বলেন, রোববার (২৪ জুলাই) তিনি সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ভবনের উদ্বোধনশেষে এই বক্তব্য প্রদান করেন।

আইনমন্ত্রী আনিসুল হক আরো বলেন, আপনারা জানেন, বিচার বিভাগ স্বাধীন, এ স্বাধীনতা বজায় রাখার জন্য বিচার বিভাগকে কিছু সুবিধাদি দিতে হয়। এ ভবন নির্মাণ সম্পন্ন হওয়ায় বিচার বিভাগ আর অপরের উপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ করতে পারবে।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের জন্য একটি অত্যন্ত শুভক্ষণ। ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। কিন্তু সেটি কিছুটা কাগজে পৃথকীকরণের মতই ছিল। আদালত চালানোর জন্য যে ভৌত-কাঠামো দরকার তা তখন ছিল না। আমরা এ অপূর্ণতা দূর করার চেষ্টা করছি ।

রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মান প্রকল্পের প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী এবং রাঙামাটি জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুকসহ রাঙামাটি আদালতের বিভিন্ন স্তরে কর্মরত বিচারকগণসহ রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আলহাজ্ব মোখতার আহমদ ও অন্যান্য আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী- এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সঙ্গে দলগুলোর সংলাপ হচ্ছে। আমরা মনে করি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আছে এবং আমরা আশা করছি সবাই এ নির্বাচনে অংশ নিবে। তবে দলগুলোর সঙ্গে সংলাপের পর নির্বাচন কমিশন কি বলবে সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

রাঙামাটি গণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ২০ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মান কাজ বাস্তবায়ন করা হয়।