॥ স্টাফ রিপোর্টার ॥
প্রতি বছরের ন্যায় শিক্ষক কৃপা দত্তের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের বনভোজন সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকালে তারা রাঙামাটি থেকে বাসযোগে রওনা হয়ে সীতাকুন্ড ইকোপার্ক, গুলিয়াখালী বিচ ও পতেঙ্গা সী-বিচ ঘুরে রাতে ফিরে আসে।
বনভোজন আয়োজনে ছিলেন- কৃপা দত্তের প্রাক্তন শিক্ষার্থী মো. মেহেদী হাসান, ইফতেখার হাসান, তৈয়বুর রহমান, নুরুল, মাইনুউদ্দীন প্রমূখ।
বনভোজনে সাবেক ও বর্তমান মিলে মোট ৬৫জন অশংগ্রহণ করেছে।
আয়োজকরা জানিয়েছে, কৃপা স্যারের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মিলে তারা প্রতি বছর বনভোজনের আয়োজন করে। আগামীতেও তারা এই আয়োজন তারা অব্যাহত রাখবে।