রাঙামাটির বাঘাইছড়িতে জামায়াতের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

24

।।সাইয়্যেদ মোঃ সাখাওয়াত উল্লাহ।।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে ৪৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) উপজেলার জামায়াত কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির আহমদ এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবছার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শুরা সদস্য ও রাঙামাটি জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পৌর জামায়াতের সভাপতি মাওলানা মো. নেয়ামত উল্লাহ, মারিশ্যা ইউনিয়ন সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং জামায়াত নেতা মাওলানা আবুল হোসেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার বার্তা দেয়। সমাজের অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবতার সেবায় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। আমাদের উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিতদের সাহায্য করা, যাতে তারাও ঈদের আনন্দ ভাগ করে নিতে পারে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতের সভাপতি মো. নেয়ামত উল্লাহ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিস সম্পাদক মো. আবুল হোসেন ও মারিশ্যা ইউনিয়ন সভাপতি মো. ফরিদ উদ্দিন। তারা সমাজের বিত্তবানদের এই ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। সুবিধাভোগীরা উপহার হাতে পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা জামায়াত নেতারা জানান, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।