রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসককে আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

488

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর পক্ষ হতে রাঙামাটি জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় আসবাবপত্র ব্যবসায়ি সমিতির সম্মেলন কক্ষে সমিতির উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর সভাপতি মো: মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এসময় রাঙামাটি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্টির সভাপতি আবদুল ওয়াদুদসহ রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমিতি লিমিটেড এর নব-নির্বাচিত পরিষদের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দরা বলেন, সংবর্ধিত বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন রাঙামাটিতে প্রায় ৩ বছর দায়িত্ব পালনে অসাম্প্রদায়িক চেতনায় ও এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। বিশেষ করে এই জেলায় শিক্ষা, সাংস্কৃতিক, যোগাযোগ ব্যবস্থায় অনেক উন্নয়ন হয়েছে।

সমিতির নেতৃবৃন্দরা আরো বলেন, জেলা প্রশাসক ব্যবসায়ীদের প্রতি আন্তরিক ছিলেন। রাঙামাটি আসবাবপত্র সমিতির সকল সমস্যায় তিনি এগিয়ে এসেছেন। বিশেষ করে বন বিভাগের সাথে কিছু প্রশাসনিক জটিলতা ছিলো তা বিদায়ী জেলা প্রশাসক সমাধান করে দিয়েছেন। এছাড়াও তিনি রাঙামাটিতে যোগদান করার পর থেকে একদিনের জন্যও আসবাবপত্র ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ হয়নি। এজন্য সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দরা।

সর্বশেষ নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, বিদায়ী জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ ছিলেন একজন সৎ ও যোগ্য মেধাবী সদালাপি সরকারি কর্মকর্তা। তার ৩বছর চাকরিকালিন সময়ে রাঙামাটির সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভাল ছিল।

অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মামুনুর রশীদ মামুন তার বক্তব্যে বলেন, যে কোন সরকারী কর্মকর্তাকে চাকুরী জনিত কারণে বদলী হতে হয়। আমিও তার ব্যতিক্রম নই। এক স্থানে দীর্ঘদিন থাকার পর বদলী হলে সেটি অত্যন্ত বেদনাদায়ক হয়। তবে পদোন্নতির কারণে আমার বদলীর মধ্যে আনন্দ ও বেদনা দু’টিরই সংমিশ্রণ রয়েছে। প্রশাসনিক ক্যাডারে অনেক কর্মকর্তা থাকলেও জেলা প্রশাসক হিসেবে মাঠ পর্যায়ে জনগণের সাথে কাজ করার সুযোগ অনেক কম কর্মকর্তারই হয়ে থাকে। আমার এই সুযোগ হওয়াতে আমি আমার মেধা, দক্ষতা ও সততা দিয়ে রাঙামাটিতে ৩বছরের অধিক কর্মকালীন সময়ে যতটুকু পেরেছি জেলার সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আশা করবো আমার উত্তরসুরী যিনি জেলা প্রশাসক হিসেবে আসবেন তিনিও আমার এই উন্নয়ন কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। আমি আরও বেশী আনন্দিত হবো যখন আমি জানবো আমার উত্তরসুরীকে জেলার সকল কর্মকর্তা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সহযোগিতা করছেন। কর্মকালীন সময়ে আমার আচরণে বা কথাবার্তায় কেউ কোন কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এই বিদায় বেলায় আমি সকলের কাছে দোয়া প্রার্থী। সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ফুলের তোড়া, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন কে বিদায়ী সংবর্ধনা জানানো হয়।