রাঙামাটির বিভিন্ন পূজা মন্ডপে বিএনপি নেতারা

185

॥ স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব ঘিরে রাঙামাটি শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা বিএনপি। রোববার সন্ধ্যায় জেলা বিএনপির নেতৃবৃন্দ শহরের কালিন্দিপুর, গর্জনতলী, রিজার্ভ বাজারের গীতাশ্রম, তবলছড়ির কালী মন্দির, স্বর্ণটিলার দুর্গা মন্দির ও আসামবস্তির শীতলা মাতৃমন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং পূজা উদযাপন কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এর পাশাপাশি তারা পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইলাম শাকিল, যুগ্ম-সম্পাদক দেবজ্যোতি চাকমা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র মো. হেলাল উদ্দিন, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক বরুন চন্দ্র রায়, জেলা বিএনপির মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, পৌর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রানা পাল, জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম রাঙামাটি জেলার সভাপতি রাজন রক্ষিত, জেলা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক অনিমেষ রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।