॥ স্টাফ রিপোর্টার ॥
পার্বত্য জেলা রাঙামাটির ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্ভাবনা, অন্তরায় ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মো. আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে চেম্বারের পরিচালক জাহিদ আক্তার, ইউসুফ হারুন, মনছুর আলী ও মেহেদী মাহাবুব, চেম্বারের সচিব মুহাম্মদ সাব্বির আহম্মেদ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উদয়ন বড়–য়া, চেম্বারের সদস্য জাহাঙ্গির আলম মুন্না, মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক তাপস দাশ, আসবাবপত্র সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দীন পেয়ারু, পুরাতন বাস স্টেশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইউছুফ চৌধুরীসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় বক্তারা ব্যবসা-বাণিজ্য ও শিল্প সম্ভাবনা, অন্তরায় ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। সকলের আলোচনার প্রেক্ষিতে সভাপতি মো. আব্দুল ওয়াদুদ সকলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর পাশাপাশি তিনি রাঙামাটিতে ব্যবসায়ের সঠিক পরিবেশ সৃষ্টিতে চেম্বারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন।