রাঙামাটির মগবান ইউনিয়নের ইউপি সদস্য গ্রেফতার

244

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি সদর উপজেলার ২নং মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদুল হককে চুরির মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তাকে চট্টগ্রামের বোয়ালখালী থেকে আটক করা হয়।

২নং মগবান ইউনিয়নের ২নং ওয়ার্ডের গবঘোনা এলাকার স্থানীয়রা জানান- মাহমুদুল হক নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার বাসিন্দ কাছে গেলে নানা ভাবে হেনস্তা করেন। তাই সরকারি সুযোগসুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার জনসাধারণ। কাবিখা, এলজিএসপির কাজ না করেই কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়েছে।

এছাড়া টিসিবির পণ্যের জন্য কার্ড করে দিলেও ওই কার্ড তিনি ফেরত নিয়েছেন। তাই এলাকার জনসাধারণ টিসিবির পণ্য ক্রয় করা থেকেও বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।